January 12, 2025
Pisces in 2025 means luck and work life. Pisces 2025. Finance and Profession.
 #Finance

Pisces in 2025 means luck and work life. Pisces 2025. Finance and Profession. #Finance


[মিউজিক] নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আদর্শের বিষয়বস্তু হলো মীন রাশির জাতক

জাতিকাদের 2025 এ অর্থভাগ্য এবং সামগ্রিকভাবে তাদের কতটার ডেভেলপমেন্ট এখন ক্যান রেস্পেক্ট আমরা আশা রাখতে পারি কোন

ক্ষেত্রে সেটি হচ্ছে তাদের প্রফেশনাল পেটে প্রফেশনাল ক্ষেত্রে কতটা উন্নতি নিন এবং আজকের অনুষ্ঠানে আমি দাম্পত্য

নিয়ে ডিরেক্টলি আলোচনা করব সেটি পৃথক ভিডিও নিয়ে আলোচনা করা হবে আজকে অর্থভাগ্য সামহাউ পরিবার নিয়েও আলোচনা করব

এবং মূলত প্রফেশনাল ফিল্ড এটা নিয়ে আলোচনা আপনারা অনেকেই বর্তমানে এমন কিছু পরিস্থিতির মধ্যে আছেন যেখানে

দাঁড়িয়ে মেন্টাল প্রেসার আপনার প্রচুর পরিমাণে বেশি অনেকেই এরকম কিছু পরিস্থিতির মধ্যেও আছেন যেখানে বারংবার

আপনি চেষ্টা করছেন যে আরো ভালো একটা জায়গা তৈরি করতে হবে কিন্তু একবার সাড়ে সাতি শুনছেন একবার রাশিতে রাহুর

উপস্থিতি শুনছেন কোথাও যেন রোগী গ্রোথ করতে গিয়েও গ্রোথ করতে পারছেন এদিকে বৃহস্পতি তৃতীয় খুব ভালো ফল দেয় না

সেটিও একটি সমস্যার 2025 টি আপনার যত উদ্বেগ সেই উৎপতির অবসান ঘটাতে সক্ষম হবে সেটা নিয়ে চলুন আলোচনা আমি প্রথমেই বলি 2025

কিন্তু আপনাদের জন্য অন্যরকম 2025 এ মেয়ের অনেক গ্লানি থাকবে না তার মানে এই নয় সব গ্লানি থাকবে অনেক গ্লানি থাকবে

অনেক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন মেন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন আপনাদের

ফাইনান্স এই নয় যে আর্নিং হচ্ছে এটা আর্নিং হচ্ছে ঈশ্বরের আর্নিং করছেন নিজের চেষ্টা করছেন আর্নিং বাড়ছে কিন্তু

সেভিংস খুব কম আর অতিরিক্ত খরচের মধ্যে রোজা মীন রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে খরচ করেছেন লাস্ট কয়েকটা মাসে

প্রচুর খরচ এটা সেটা এবং রেন্ডমলি এক একটা বিষয় যেন পরপর কনস্ট্যান্টলি চলতে থাকছে দ্যাটস ভেরি ট্রু মেলের

ক্ষেত্রে এটা কিন্তু প্রকৃত অর্থেই চলছে ওয়েল আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা মীন রাশির এই আর্থিক সমস্যা

আর্থিক জটিলতা আর কতদিন থাকবে 2025 সেতু সাড়ে সাতির মাঝ গগন মধ্যগন পর্যায়ে সেই পর্যায়ে কি আদতেও ভালো পরিস্থিতি

আসবে আমি বলি 100% 2025 এ সাড়ে সাতি চলবে 2025 এ ডাবলসে থাকবে মে মাসের 14 তারিখ বা 18 তারিখের পর থেকে কিন্তু এটা কখনোই হবে না যে

আপনার আর্থিক শুধু অবনমনই হতে থাকছে আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছেন এটা হবে না 2025 এর মে মাসের মাঝামাঝি সময় থেকে আপনার

অর্থভাগ্য স্বাস্থ্যভাগ্য এবং কর্মভাগ্য তিনটি ক্ষেত্রেই উন্নতির অবকাশ 15% লাগছে এবং বছরের প্রথম দিকে আমরা দেখতে

পারবো শনি দ্বাদশ থাকছে রাহুল রাশিতে থাকছে শনি রাশিতে প্রবেশ করবে মার্চ মাসে মার্চের 29 এরপর সো এপ্রিল এবং মে মাসের

প্রথম 18 দিন এই সময় কোন পরিবর্তন কর্মজীবনে করবেন এই সময়টা খুব সেন্সিটিভ যাদের বার্থটে শনি মঙ্গল একাত্রে বসে

যাদের বার্থটে যোগ হচ্ছে রাহু শনি যাদের ভার্চুয়ার্টে মঙ্গলই শনি মঙ্গল রাহুর যোগ আছে 2025 এর এপ্রিল এবং মে মাসের

প্রথম অর্ধে ডোন্ট চেঞ্জ ইউর প্রফেশন ইট উইল বি হার্মফুল এটা সমস্যা হতে পারে এটি সমস্যা তৈরি করতে পারে ইটস ভেরি

ট্রু যে 2025 এপ্রিল এবং মে এর প্রথম অর্থে কোন জব পরিবর্তনে আমি মত দেবো না মিনের কোনরকমই ছেড়ে দেওয়ায় দেবো না কোন

রকম বিজনেসে ইনভেস্টমেন্টে মত দেবো না ইভেন যেকোনো সেলফ প্রফেশনে ছোটখাটো পরিবর্তন করতেও নিষেধ করো তার মানে তাহলে

কবে করবো পরিবর্তন কবে ভালো হবে এভাবে তো 25 বেরিয়ে যাবে না 25 এর মে থেকে আমরা সাত মাস সাত আট মাস যথেষ্ট ভাব সেখানে

আপনার ফাইনান্সিয়াল গ্রোথ ফাইনান্সিয়াল আটকে থাকা বিষয়বস্তুগুলো সংঘটিত হওয়া চোট যাওয়া অর্থ পুরোপুরি মিন

পাবেন মিনের অতটা পরিস্থিতি স্ট্রং নেই যে যে অর্থগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে যে অর্থ আপনার হারিয়ে গিয়েছে সেই

অর্থটাও আপনি ফেরত পাবেন এটা হবে না বাট এটা আমি অবশ্যই বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট আর্থিক উন্নতির

জায়গা 2023 তে আছে কিভাবে আছে প্রফেশনের মাধ্যমে আছে কিভাবে আছেন কিছু পাওনা টাকা ফেরত পাওয়ার মাধ্যমে আছে কিভাবে আছে

কিছু ক্লেইম আসার মাধ্যমে দিনের অনেকেই তারা কিছু ইন্স্যুরেন্স করেছিলেন এবং একটা টাইমে যখন আপনি বুঝলেন যে

ইন্স্যুরেন্স ক্লেইম করা যায় সেই ক্লেইমকৃত অর্থ কিন্তু আপনি এখনো পাননি ইভেন আমি এটাও দেখেছি মিনের অনেকেই চাকরি

করতেন বিদেশে বা কোন একটা হঠাৎ গজব কোম্পানিতে চাকরি করতেন তো চাকরি করছিলেন কিন্তু স্যালারি আসছে 10 মাস পরে তারা

আপনাকে ইয়ে অফ করে দিয়েছে এবং স্যালারি নেয়নি হচ্ছে বিদেশে 10 মাস কারো ক্ষেত্রে দেড় মাস কারো ক্ষেত্রে এক বছর কারো

ক্ষেত্রে দেড় বছর বিদেশে গিয়েও হচ্ছে আমি শুনলাম বেশ কিছু গ্লাইটের থেকে তা আমি এটুকু মনে করি যে মীন রাশির এই যে

আইনি জটিলতা তার প্রভাবে আপনারা কি করেছেন আইনি জটিলতায় গিয়েছে কারণ আপনার কাছে অপশন কোথায় তারা টাকা দিচ্ছে না

দেন ইউ হ্যাভ টু হায়ার এন্ড ইউ হ্যাভ টু মুভ সেটা আপনারা করেছেন আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়

পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে আইনি জটিলতা থেকে অর্থপ্রাপ্তির সংযোগ মিনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি

এবং মিনের শুরুটা বছরে খুব খারাপ হবে তবে ওই মার্চের পর এপ্রিল এই দুটো মাস একটু সেন্সিটিভ আমি বারবারই বলব এই সময়

কাউকে টাকার ভার দেখবে না এ সময় কোন ইনভেস্টমেন্ট করবেন না কোন পাওনা টাকা নিয়ে বেশি জটিলতার মধ্যে যাবেন না আপনি

টাকা পান আমি মানছি বাট জটিলতায় যাবেন না ঝামেলায় যাবেন ঝামেলায় এড়িয়ে যান ঝামেলায় আমাকে শিখুনি ইটস ভেরি

নেসেসারি কিছু কিছু সময় হেরে জিততে হয় জানেন তো মিলনের ক্ষেত্রে আমি পরামর্শ দেবো হেরে জিতবো কিছু কিছু জিনিস

ছেড়ে দেই ঠিক আছে দরকার নেই তাই না এভাবে 2025 এর মে মাসের পর মিনিট প্রথমত আমি কর্মজীবনে প্রভুত ডেভেলপমেন্ট দেখতে

পাচ্ছি অনেকে আছেন তারা চাকরি করেন চাকরি ছাড়তে চাইছেন যদি অফার পান প্রথম গিয়ে তাও পান এপ্রিল করবেন ডোন্ট দ্যাট

তারপরে গিয়ে আবার মে মাসের 18 তারিখের পর নেই নিশ্চিহ্নিতে পরিবর্তন কোন অসুবিধা হবে না সিওরিটি হ্যাঁ এটাও ঠিক

জানুয়ারি ফেব্রুয়ারিতে ছাড়ার পর নতুন কোম্পানিতে গিয়ে এপ্রিল মেতে একটু অসুবিধা হতে পারে মাইট বি পসিবল সো

আমাদের সচেতনতা রাখতে হবে সাবধানে থাকতে হবে 2025 এর মে মাসের পর যে পরিবর্তন আপনি করবেন চাকরির ক্ষেত্রে এটুক কোন

সমস্যা হবে না সেখানে চাকরি পরিবর্তনে আপনার ধারাত্মক ফল প্রাপ্তির সংযোগ বাড়ছে নতুন অফার পাবেন পরিবর্তন তো তখনই

করতে পারেন যখন সুযোগ পাবেন সুযোগ ছাড়া আপনি পরিবর্তন এটা কি পসিবল সিগনিফিকেন্টলি পসিবল আপনি আমায় বলুন একদমই না

বাট আমি মনে আই স্ট্রংলি বিলিভ 2023 অলমোস্ট এপ্রিল মে মাসের 15 তারিখের পর দেন আফটার আপনাদের কিন্তু কর্ম পরিবর্তনের

সুযোগ আসবে পড়াই নেবেন কোন অসুবিধা হবে না বিদেশ যাওয়ার জন্য যারা ওয়েট করে আছেন চাকরি নেই সেটা আইটি সেক্টরে হোক

আইসিটি সেক্টরে হোক মেকানিক্যাল সেক্টরে হোক রিসার্চ সেক্টরে হোক অনেকে রিসার্চ করেন মেনের প্রচুর আছে সেকেন্ড

তারা রিসার্চ পছন্দ করেন রিসার্চ করেন এবং রিসার্চের মাধ্যমে লাইফে এগোতে যাচ্ছেন ওয়েল তাদের ক্ষেত্রে

আইস্ট্রংলি ভালো কিছু অপেক্ষা খুব ভালো কিছু খারাপ হবে না তবে মীনের মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে যে মীন

রাশির জাতক জাতিকারা যাতে কোনভাবেই ওই এপ্রিলে মেক ডিসিশন প্রথম এবং ইনভেস্ট চলে আসি আমি পরবর্তী বিষয় যাদের

ওয়ার্ক অ্যাটমোস্ফিয়ার খারাপ অনেকে গভর্মেন্ট জব করে সবাই তো আর চেঞ্জ করবে না গভর্মেন্ট জব করে করে জেজ করবে

হ্যাঁ ট্রান্সফারের সুযোগ আছে মে মাসে তবে অফিশিয়াল ফলো গোলযোগ যারা ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে

ডেফিনেটলি একটা পজিটিভ টাইমিং পাবেন ডেফিনেটলি একটা শুভ সমন্বয় আসার সংযোগ লক্ষ্য করা যায় ডেফিনেটলি এটা নিয়ে

কোন ডাউট নেই ডাউট প্রকাশ করছিলাম মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছে তারা বর্তমানে চাকরির চেষ্টা করছে

এবং ক্যাম্পাসে যারা বসবেন মে মাস থেকে দেখবেন ভালো ফল পাচ্ছে এপ্রিলটা একটু ডাউন যাবে অনেকেই দেখা যাবে যে বন্ধুরা

পেয়ে যাচ্ছে নিজের মন খারাপ হয়ে গেল ওরা পেয়ে গেল আমি পাচ্ছি না এই ধরনের একটা এনজাইটি আসতে পারে ডোন্ট ওয়ারি

আপনার ঠিক 18ই মে এর পরে দেখবেন ভালো একটা জায়গাতেই সরকারি চাকরির চেষ্টায় আগামী বছর মে মাস থেকেই চেষ্টা তারা আগে

থেকেই চেষ্টা করুক বাট মেয়ে থেকে দেখবেন ভালো ফল আসে এটা নয় সাড়ে সাতিতে কেউ চাকরি পায় না লটস অফ পিপল আর প্রচুর

জাতক জাতিকা আছে জানেন তো তারা সাড়ে সাতিতেই চাকরি পায় তো সেটা আপনার ক্ষেত্রে কেন হবে না আপনার ক্ষেত্রেও সংঘটিত

হবে শুধু চেষ্টাটা কনস্ট্যান্ট যেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি যে চেষ্টা করছেন আপনি যে প্রচেষ্টা করছেন এটা যেন

কনস্ট্যান্টলি থাকে বা কনস্ট্যান্টলি আপনি হতে পারেন এটাই আপনাকে একমাত্র হেল্প যে একটা কনস্ট্যান্ট চেষ্টা

প্রচেষ্টা মেনকে অনেকটা এগিয়ে দিতে পারে সেই সক্ষমতা সেই চেষ্টা প্রচেষ্টায় কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে মীন

রাশির জাতক জাতিকাদের আমি বলি অনেকে টেম্পোরারি জব করেন তো বিভিন্ন গভর্মেন্ট অর্গানাইজেশনে দেখবেন টেম্পোরারি

টেম্পোরারি অনেক জব থাকে এ ধরনের বিষয়ে আমরা ভালোবা রাশিকে তবে মেন রাশি প্রবলেম আছে 2025 এও আমি ব্যবসা নিয়ে বলতাম মে

মাস পর্যন্ত ব্যবসার জায়গাতে আমি ভালো যাবে না 18ই মে 18ই মে এর পরে কিন্তু সিস্টেম চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে আর

দেড় বছরের ব্যবসায়ী লস থেকে মীন রাশি 2000 25 এর মে পর থেকেই বেরোতে সক্ষম প্রচুর লস হচ্ছে মেনের ব্যবসায় ব্যবসায়ী

দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের বিভিন্ন রকম নিশৃঙ্খলা মেনে এসেছে আমি এটা নিয়ে আজকে আলোচনা করছি না তবে ব্যবসা

নিয়ে বলি মেনে 2025 এর মে মাসের 18 তারিখের পর ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারবো অনেকেই

বলেন যে দাদা আপনি প্রতিকার বলেন এবং প্রতিকার প্রতিবিধানের বিষয়েও আমি পেরেছি সেটি যাদের শেয়ার করা যায় আপনাদের

সাথে কিছু হোম রেমিডিস এর মাধ্যমে সেটি আমি চেষ্টা করব আগামী দিন বা আগামী সময়গুলিতে ধীরে ধীরে শেয়ার করার আর টিমস

করেও আমি যেগুলো দেই ওভারঅল প্রেডিকশনের ক্ষেত্রে আমি মৌখিক যে সাজেশন গুলো দিই আমি বারবারই বলি সেগুলো বেশি ফলো

করুন আপনাদের ক্ষেত্রেও তাই বলব যে ভিডিওর মাঝে দেখবেন আমি মৌখিকভাবে অনেক সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি

ক্ষুদ্র প্রয়াস করি সেগুলোকে অন্তত ফলো করুন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের এক নম্বর লস প্রচুর

পরিমাণে গুরুত্ব মেন্টালি এত লো হয়ে যাচ্ছে মীন রাশির অনেক জাতক মানে সংখ্যাটা ইউজ হিউজ লটস অফ পিপল আমি মনে করি মীন

রাশির জাতক জাতিকাদের এই ধরনের কৃষক বস্তু ক্ষেত 2023 মে মাসের পর মে মাসের 18 তারিখ উই ডোন্ট হ্যাভ টু ওয়েট তারপরে

গিয়েও ওয়েট করতে হবে এরকম দরকারই নেই 18 তারিখের পর থেকে আস্তে আস্তে দেখবে ব্যবসা বৃদ্ধি হবে ব্যবসায় ক্ষতিগুলো

রিকভার করতে পারবেন ক্লায়েন্টের এর সাথে যে এডজাস্টমেন্ট সেটা অনেকটাই বাড়বে এবং এখনো অনেকে আছেন তারা কিন্তু

ঠিকঠাক মেইনটেইন এখনো পর্যন্ত ঠিক আছে আমি জানি আমি বুঝতে পারছি এটা নিয়ে অতিরিক্ত প্যানিফ করার কিছু নেই অতিরিক্ত

ভাবিত হওয়ার চিন্তিত হওয়ার কিছু নেই বাই টাইম এটা গিয়ে হয়ে যায় আর দূরে যারা ব্যবসা করতে চাইছেন দেখুন ব্যবসা

দূরে করলে সমস্যা হলো একজন দুইজন কিন্তু আপনার দরকার যারা আপনাকে সাপোর্ট কিন্তু অনেক সময় গোল্ড ডিসিশন পাওয়া

যায় নিজের সমস্যা হয়ে যায় নিজে সাপোর্ট করবে সেই মানুষটা অনেক সময় নির্বাচন পাওয়া যায় এটাই প্রবলেম সো ওয়েট

করুন অপেক্ষা করুন ওই মীন রাশির জাতক জাতিকাদের পরে যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব আলোচনা করব সেটি হলো কতবারে হতে

পারে তার চাইল্ড প্রফেশন সেলফ প্রফেশন মিনের এক্সট্রিম পজিটিভ হবে 2025 কারণ এমনিতেও আপনাদের পঞ্চমে রাহুর অ্যাসপেক্ট

থাকার কারণে নানা রকমের গতিময় হওয়া ইলেভেট সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা বার্নার পেয়েছি আমি বিশ্বাস করি 2023 তে 18

কোন বৃদ্ধি হবে না মে মাসের 18 তারিখের পর তাহলে একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন মে থেকে 12 সময়টা পাবো সাড়ে সাথী

দ্বিতীয় ফেজ শুরু হলে প্ল্যানিং করবেন না নিজের উপর বিশ্বাস রাখুন যোগা পড়ুন মেডিটেশন করুন প্রচন্ডের হলে নিজের

মনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন না কিচ্ছু দরকার নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক সুস্থ থাকুন আমি মনে

করি আমি বিশ্বাস করি কারেন্ট সিচুয়েশন থেকে অনেক ভালো থাকবেন আপনারা অনেক বিশ্বাস এখানে আমাকে আড্ডা দিন 2025 আনুজাপ

সেই কামনা শ্রী গণেশের শ্রী চরণে করি এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করার একটি চেষ্টা করছি আর যেটা আপনাদেরকে আমি

বললাম খুব তাড়াতাড়ি হয়তো নতুন প্লাটফর্মেও আপনাদের সাথে দেখা হতে চলেছে যেখানে আমরা টিপস হোম রেমেডিস ইত্যাদি

বিষয়গুলো নিয়ে আলোচনা করব অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন কমেন্টে আমাকে জানাবেন আপনাদের মতামত

জয় শ্রী [মিউজিক] [প্রশংসা] [মিউজিক]

Now that you’re fully informed, don’t miss this amazing video on 2025 -এ মীন রাশির অর্থ ভাগ্য এবং কর্ম জীবন। Pisces 2025 । Finance and Profession ।.
With over 3766 views, this video is a must-watch for anyone interested in Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

10 thoughts on “Pisces in 2025 means luck and work life. Pisces 2025. Finance and Profession. #Finance

  1. গুপ্তশত্রু দের কিভাবে মোকাবেলা করবো ? কি ভাবে বুঝবো? যদি জানান 🙏

Comments are closed.