January 12, 2025
Some people will be poor forever, because… | Md. Khalid Hasan | Finance | Money | Idea | Team Khalid
 #Finance

Some people will be poor forever, because… | Md. Khalid Hasan | Finance | Money | Idea | Team Khalid #Finance


কিছু মানুষ আজীবন গরীব থাকবে দিস ইজ আইরনিক বাট ট্রুথ এর কারণটা হচ্ছে তারা নিজেরাই জীবনের একটা স্টেজ পর্যন্ত

সুযোগ ছিল অনেক কিছু চুজ করার কিন্তু চুজ করে নাই ফাইনালি বাধ্য হয়েছে পরিস্থিতির শিকার হয়ে কোন একটা চাকরি করতে বা

ছোটখাটো একটা ব্যবসা করতে মাসে মাত্র 20000 টাকা বেতন পান কিন্তু তার জন্য উনাকে 12 ঘন্টা প্রায় খাটতে হয় উনি যখন রাতে

বাসায় ফেরেন খুব এক্সস্টেড হয়ে কখনো কখনো নাইট ডিউটি পড়ে শিফট ওয়াইজ কাজ করছেন তো উনার এই পেশার বাইরে আর অন্য

কিছু করার সময় সুযোগ শারীরিক এনার্জি এবং উনার সদিচ্ছা কোনটাই কিন্তু আর থাকে না আবার কেউ ছোট একটা ব্যবসা করছে হতে

পারে মুদি দোকান অথবা একটা ছোট ওষুধের দোকান অথবা অন্য কোন ব্যবসা ছোটখাটো যেটা থেকে তার সংসার চলছে সে সকাল থেকে রাত

অব্ধি কাজ করছেন সময় পাচ্ছেন না অন্য কিছু করার আবার এই প্রফেশনটা সুইচও করতে পারছেন না উনি যে প্রফেশন চেঞ্জ করবেন

ভালো জায়গায় যাবেন বা ভালো কিছু করবেন সেই সুযোগটাও নেই কারণ এই জব বা এই ব্যবসাটা থেকে উনার রুটি রুজি উনার

পরিবারের খরচ বাচ্চার দুধের টাকা বাচ্চার পড়াশোনার টাকা সবকিছু মেইনটেইন করতে হচ্ছে ফলে অন্য কিছুতে উনি সুইচ করতে

পারছেন না ফাইনালি উনি গরীব থাকছেন গত পাঁচ বছর আগেও লাইফ যেমন ছিল এখনো তেমন পাঁচ বছর পরেও লাইফটা সেইমই থাকছে

অর্থাৎ আজীবন তিনি এই অবস্থায় এই রেড রেসের মধ্যে উনি থেকে যাচ্ছেন এখান থেকে আর উনি বের হতে পারছেন না এবং উনার

ইচ্ছাও নাই আরেকটা জিনিস হচ্ছে উনি উনি যেটা পাচ্ছেন এটাতে উনি স্যাটিসফাইড উনি ভাবছেন এনাফ ইজ এনাফ আর দরকার নেই এই

কারণে অবস্থাটার আর উন্নতি হচ্ছে না ধনী ব্যক্তিদের দেখবেন রিচ মাইন্ডসেটের পিপলেরা তারা একটা কাজ করে সেই কাজ থেকে

যখন ডেভেলপ করে তারা আরেকটা কাজ করে একটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে সেই প্রোডাক্ট থেকে যখন লাভ হয় আরেকটা

প্রোডাক্ট ডেভেলপ করে একটা কোম্পানি থেকে প্রফিটেবল হয় আরেকটা কোম্পানি ডেভেলপ করে এইভাবে তারা গ্রুপ অফ কোম্পানি

করে তারা অনেক বেশি লোড নেয় যত শরীরে কর্মক্ষমতা আছে তারা প্রচুর পরিমাণে লোড নেয় এবং তাদের একটা ডেভেলপমেন্ট

নিয়ে আসে অথচ যারা পোর মাইন্ডসেটের পিপল তারা ওই যে 20000 30000 টাকা আয় করে ভাবে অনেক করে ফেলেছি বা অনেক হচ্ছে বা যথেষ্ট

হচ্ছে আমার আর চাই না এজন্য তারা আর কিছু করতে চায় না কোন জায়গায় শপিং করতে গেলে আগে প্রাইস ট্যাগ দেখতে হয় যে

পোশাকটার দাম কত বাজেটের মধ্যে আছে কিনা কোন কারণে পরিবারে কেউ যদি অসুস্থ হয় ডাক্তার দেখাতে হয় তাহলে ওনাকে ধার

করে সেই কাজটা করতে হচ্ছে এই মানুষটা কিভাবে আর্থিকভাবে সচ্ছল হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ওনাকে ওই

অ্যামাউন্টটার ভিতরেই গুনে গুনে গুনে গুনে খুব হিসাব করে খরচ করতে হচ্ছে প্রতিটা টাকা একটি টাকা খরচ করতে গেলে ওনাকে

অনেক বেশি ভাবতে হচ্ছে এবং এটাই তাদের লাইফের শেষ অব্ধি মৃত্যু অব্ধি এটাই তাদের লাইফের রচনা এটাই কম্পোজিশন এবং

এটাই কনক্লুশন সো এখান থেকে বেরিয়ে আসার উপায় কি উপায়টা হচ্ছে বর্তমান পেশার পাশাপাশি কিছু একটা করা কিন্তু সেই

কিছু একটা করার মত ক্ষেত্রে সুযোগ এটা বাংলাদেশে পর্যাপ্ত না এরকম ক্ষেত্র আছে বটে অনেকে সেটা জানেই না প্রতিনিয়ত

কমবেশি আমি মেসেজ পাই যে আমি একটা চাকরি করছি এর পাশাপাশি কি করা যায় বা কিভাবে কি করব ফাইনান্সিয়াল গ্রোথ কিভাবে

আনবো আমি তাদেরকে কি বলবো তিনি জব শেষে আসেন আটটার সময় তার দ্বারা তো অন্য একটা ব্যবসা করা সম্ভব না আমার সাথে যদি

বিজনেস করতে চান আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছি যদি আমার সাথে কাজ করেন এক্সট্রা রোজগারের ব্যবস্থা হবে

এক্সট্রা মানি আপনি গেইন করতে পারবেন অনলাইনে কাজ করে দেশের যেকোনো প্রান্তে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসী

ভাইয়েরা চাকরিজীবীরা যারাই আছেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে কাজ করতে পারছেন আপনার এক থেকে দুই

ঘন্টা সময়ে যারা চাকরিজীবী রাত্রে বেলায় দিবেন যাদের নাইট ডিউটি থাকে ডেতে দিবেন এইভাবে যদি আপনি আমার সাথে কাজ

করেন একটা ভালো ফাইনান্সিয়াল গ্রোথ আপনার হবে ইনশাল্লাহ whatsapp করেন বিস্তারিত জানার জন্য খুবই ভালো লাগবে আমরা

একসাথে কাজ করে এগিয়ে যাব আপনার বর্তমান পেশার পাশাপাশি যদি এক্সট্রা মানি আসে ফাইনান্সিয়াল গ্রোথ তখনই হবে

ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ [মিউজিক]

Now that you’re fully informed, check out this essential video on কিছু মানুষ আজীবন গরিব থাকবে, কারণ….. | Md. Khalid Hasan | Finance | Money | Idea | Team Khalid.
With over 10295 views, this video offers valuable insights into Finance.

CashNews, your go-to portal for financial news and insights.

41 thoughts on “Some people will be poor forever, because… | Md. Khalid Hasan | Finance | Money | Idea | Team Khalid #Finance

  1. ভেরিগুড,,, আমনেতো দেহি মলমের ব্যবসার কথা বলতাছেন 😂 পরেতো আবার কইবেন এবার চাকরি / ব্যবসাটা ছেড়ে দিয়ে এখানে ফুলটাম হোন।। লাইক ডেসটিনি 🤣🤣🤣

  2. খলিদ, আমি ভারত থেকে বলছি। তোমার সমস্ত বক্তব্যই খুব সুন্দর, যে কোনো বিষয়েই এবং খুব মানুষকে খুব প্রেরণা দেয়। গরীব থাকার কারণ ও সুযোগ সম্ভাবনার কোথাও খুব ভালো লেগেছে। আমি আরও একটু যোগ করছি। মণে হয় কোথাও এ ব্যাপারে পড়েছিলাম। কথাটি হল, " সুযোগ সম্ভাবনার কথা যারা বুঝতে পাড়ে না, সুযোগ যখন দরজায় এসে কড়া নাড়ে, তখন তারা তাকে বাজে আওয়াজ হচ্ছে বলে মণে করে। অথচ, তারা জানে না, এই সুযোগটি পাবার জন্য আর একজন উদগ্রীব হয়ে বসে আছে। যে খুব খুশী হবে এই সুযোগটি পেলে। ধন্যবাদ।

  3. পড়াশোনা, চাকরি ২ টাই চলছে তার সাথে পরিবারের দায়িত্বও নিজের উপর চলে আসছে। দিন যত যাচ্ছে বয়স ততই বাড়ছে এবং খরচও বেড়ে যাচ্ছে কিন্তু বেতন বাড়ছে না। তাই অনলাইনে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করে ছিলাম, প্রায় ১ বছরের মতো ছিলাম। কিন্তু সেখানে যে পরিমাণ সময় এবং শ্রম দেই, সেই পরিমাণ পারিশ্রমিক পাই না তার সাথে তেমন কোনো গাইডলাইনও পাইনি। তাই কাজটা ছেড়ে দিতে হলো,,,,,,,,, আপনি যদি আপনার সাথে কাজ করার সুযোগ দেন এবং গাইডলাইন দেন তাহলে আপনার সাথে কাজ করতে আগ্রহী আছি স্যার। প্লিজ জানাবেন

  4. ভাইয়ের সাথে কথা বলে মনে হচ্ছে আমি পারবো ভাই আপনি আপনার গেন আমাদের মাজে বিলিএ দিন

  5. আসালামুয়ালাইকুম ভাইয়া আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম ভাইয়া আমি কিছু করতে চাই আমার বয়স ২৫ আমি কি পারব নিজেকে পরিবর্তন করতে

  6. স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে ভালো হয়। কথা শুনতে কেমন যেন লাগে সাউন্ডের কারণে 😢😢😢😢

Comments are closed.